বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বাদ জুম্মা বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সেক্রেটারি আলহাজ্ব তোফাজ্জল হোসেনসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মুফতি মনোয়ার হোসেন।