স্টাফ রিপোটার: বগুড়া জেলা প্রশাসকের সৌজন্যে বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী ও কর্মচারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজ। ৪ জানুয়ারী শরিবার বিকালে বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রে সংসদের ৭৫ জন প্রশিক্ষণার্থী ও কর্মচারীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সহ-সভানেত্রী অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, সাধারণ সম্পাদক অধ্যাপিকা মাহমুদা হাকিম, যুগ্ন-সম্পাদিকা আনজুমান আরা লাভলী, কোষাধ্যক্ষ নাসিম নাহার বারী, কুটির শিল্প লায়লা আঞ্জুমান বানু, প্রচার ও আপ্যায়ন ইসরাত জাহান মিতু, সাহিত্য ও পাঠাগার নূর দিয়া জাহান লিটা, সদস্য রওশন আরা জামান, হাবিবা বেগম, ওয়াহিদা রহমান রিপা, শামীমা আক্তার, অ্যাডভোকেট সোহানা রহমান, সৈয়দা মনিরা বেগম পাপিয়া, নাসরিন আরা চৌধুরী, তানজিনা সেলিম জেনী প্রমুখ।