বগুড়ায় জেলা জাতীয়তাবাদী হোটেল ও রেস্তারাঁ শ্রমিক ইউনিয়নের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকালে শহরের সাতমাথায় মুক্তমঞ্চের সামনে বেলুন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়। জেলা হোটেল ও রেস্তারাঁ শ্রমিক ইউনিয়নের সাদেক আলী’র সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। হোটেল ও রেস্তারাঁ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন নূরু’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাবেক সভাপতি মাসুদুর রহমান হিরু মন্ডল, এস আলম, মুহা আব্দুল মমিন মন্ডল।