1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতের সংসদ শ্রদ্ধা জানালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি দলের শীর্ষ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: বিএনপি প্রযুক্তি খাত থেকেই ভবিষ্যৎ রচনা হবে : ড. ইউনূস বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র-মার্কিন রাষ্ট্রদূত সহিংসতা বন্ধ করে কল্যাণের রাজনীতির পক্ষে দাঁড়াতে চাই-ডা: শফিকুর রহমান বগুড়ায় আসছেন তারেক রহমান বইছে উৎসবের আমেজ বগুড়াতে বিএনপির বাহিরে অন্য প্রার্থীকে ভোট দিবেনা মানুষ-ভিপি সাইফুল মোহনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে ১০৮টির মধ্যে ৭০টি অবৈধ

সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের সুবর্ণ জয়ন্তীতে নবীন প্রবীণের মিলনমেলা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ”উচ্ছ্বাসে উল্লাসে নতুন আলোর উদ্ভাসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ও পূনর্মিলনী উদযাপিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কলেজের কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস ঘুরে শহর প্রদক্ষিণ করে। পরে বিভাগের সামনে গিয়ে শেষ হয়। হাতি, ঘোড়া গাড়ি, ব্যানার ফেসটুন নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নবীন প্রবীনের আগমনে উৎসবমুখর হয়ে উঠে পুরো ক্যাম্পাস। তিনদিনব্যাপী জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের শুক্রবার ছিলো সমাপনী দিন। সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্মৃতিচারণ আলোচনা ও রাতে কনসার্টের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। প্রাক্তন শিক্ষার্থী সরোয়ার উল্লাস বলেন, দীর্ঘ ২৫ বছর পরে নিজের বিভগের অনুষ্ঠানে আসতে পরে অনেক খুশি লাগছে। প্রিয় বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো। এটা অন্যরকম ভালো লাগা। জানিনা আবার কবে দেখা হবে সবার সাথে। তবে মনে থাকবে সবাই মিলে ছিলাম সুবর্ণ জয়ন্তীতে এটাই আমাদের কাছে প্রাপ্তি। প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল বারি বলেন, সেই কবে এই বিভাগ থেকে বিদায় নিয়েছি। ৩০ বছর পরে আবার এসেছি। নবীণ প্রবীনের মিলন মেলা। খুবই ভালো লাগছে। এই কলেজের শতবর্ষ হয়ে ১৯৯৯ সালে। এরপরে এটাই কলেজের দ্বিতীয় বৃহৎ আয়োজন। মনেে থাকবে অনন্ত কাল। সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ নুরুল আলম বলেন, এই আয়োজন সকল শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে। এটি একটি বিভাগের নয় পুরো কলেজের অনুষ্ঠান। সকলে মিলে উৎসব মুখোর পরিবেশে আনন্দ উপভোগ করছে। দেশের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের একটি বিভাগ দিয়েই আমরা সবাইকে জানাতে চাই। পরবর্তী প্রজন্মের কাছে বলতে পারবে এই আয়োজনের গল্প। এটাই আমাদের চাওয়া। বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মাহাবুব হাসান বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি। এই বিভাগের অনেক কৃতি শিক্ষার্থী দেশ ও দেশের বাহিরে সুনামের সাথে কাজ করছে। আমাদের অনুষ্ঠানে দেশের বাহির থেকে অর্থশত শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সকলের আর্থিক সহযোগিতায় এই আয়োজন। ১২৬ বছরের দেশের অন্যতম এই বিদ্যাপিঠের একটি বিভাগের ৫০ বছরপূর্তি এটি কম প্রাপ্তি নয়। এগিয়ে যাবে বিভাগ ও কলেজ সুনামের সাথে এটাই কামনা করছি। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল মিয়া বলেন, ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজ আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছে সাধারন শিক্ষার্থীদের মাঝে। এই কলেজের প্রতিটি বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের সুনাম রয়েছে সারা দেশে। তাই ব্যবস্থাপনা বিভাগের ৫০ বছের এই আয়োজন আমাদের আলোকৃত করবে সবাইকে। দেশ ও দশের সেবায় নিয়োজিত হবে আমাদের শিক্ষার্থীরা। সুবর্ণ জয়ন্তীর আনন্দ ছড়িয়ে যাক সবার প্রাণে এটাই কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies