1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতের সংসদ শ্রদ্ধা জানালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি দলের শীর্ষ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: বিএনপি প্রযুক্তি খাত থেকেই ভবিষ্যৎ রচনা হবে : ড. ইউনূস বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র-মার্কিন রাষ্ট্রদূত সহিংসতা বন্ধ করে কল্যাণের রাজনীতির পক্ষে দাঁড়াতে চাই-ডা: শফিকুর রহমান বগুড়ায় আসছেন তারেক রহমান বইছে উৎসবের আমেজ বগুড়াতে বিএনপির বাহিরে অন্য প্রার্থীকে ভোট দিবেনা মানুষ-ভিপি সাইফুল মোহনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে ১০৮টির মধ্যে ৭০টি অবৈধ

মাথাপিছু আয়ে বিশাল বৈষম্যের পরও বাংলাদেশ ৩৭তম বৃহৎ অর্থনীতির দেশ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার প্রদশিত হয়েছে

বর্তমানে ৪৩৪ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৭তম বৃহৎ অর্থনীতি। ২০৩৯ সাল নাগাদ জিডিপির দিক থেকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে ২১তম অবস্থানে পৌঁছাবে বলে ধারনা প্রকাশ করা হয়েছে।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এক রিপোর্টে এই তথ্য দিয়েছে। তবে বাংলাদেশের মাথাপিছু জিডিপি এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। ২০৩৯ সালের মধ্যে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে মাত্র ৮ হাজার ৬১ ডলার। এর ফলে মাথাপিছু জিডিপিতে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ১২৩তম। এর ফলে মাথাপিছু জিডিপির বৈশ্বিক তালিকায় শেষদিক থেকে ৬৬তম অবস্থানে জায়গা হবে বাংলাদেশের, সুইজারল্যান্ডের মতো উচ্চ আয়ের দেশগুলো এরচেয়ে অনেক এগিয়ে থাকবে। ২০৩৯ সালে সুইজারল্যান্ডের মাথাপিছু জিডিপি হবে ১ লাখ ৫৬ হাজার ৭৭৩ ডলার, মাথাপিছু জিডিপিতে বৈশ্বিকভাবে দেশটির অবস্থান হবে তৃতীয়। সুইজারল্যান্ডের মাথাপিছু জিডিপি হবে বাংলাদেশের তুলনায় ১৮ গুণ বেশি। একইভাবে বাংলাদেশ জিডিপির আকারে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে ছাড়িয়ে গেলেও মাথাপিছু জিডিপিতে বিশাল ব্যবধানে পিছিয়ে থাকবে। ২০৩৯ সালে মাথাপিছু জিডিপিতে আরব আমিরাত ১২তম অবস্থানে থাকবে। ওই বছর দেশটির মাথাপিছু জিডিপি হবে ১ লাখ ৫ হাজার ২০৯ ডলার—বাংলাদেশের চেয়ে ১২ গুণ বেশি। ২০৩৯ সালে মাথাপিছু জিডিপিতে সুইডেন ও বেলজিয়াম যথাক্রমে ১৮তম ও ২২তম অবস্থানে থাকবে। মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আগামী ১৫ বছরে মালদ্বীপ নেতৃত্ব দেবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। মাথাপিছু জিডিপিতে দেশটি ২০৩৯ সালে ৫৯তম অবস্থানে (৩৮ হাজার ৮৫৯ ডলার) থাকবে। এরপরই থাকবে ভুটান (১০৬তম) ও বাংলাদেশ (১২৩তম)।

ভালো খবর:

বাংলাদেশ ২০৩৯ সালের মধ্যে প্রতি মাথাপিছু জিডিপিতে ভারতের (১২৪তম) চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারত তখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। অন্যদিকে মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ায় তলানিতে থাকবে পাকিস্তান (১৬২তম)। পাকিতানের ওপরেই থাকবে নেপাল (১৬০তম) ও শ্রীলঙ্কা (১৩৪তম)। ২০২৪ সালে ২ হাজার ৫২১ ডলার মাথাপিছু জিডিপি নিয়ে এই র‍্যাংকিংয়ে বাংলাদেশ এখন ১৪৩তম অবস্থানে আছে। বাংলাদেশ ২০৩৯ সালের মধ্যে ২১তম বৃহৎ অর্থনীতি হয়ে উঠলেও মাথাপিছু জিডিপি বলছে, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নতির মধ্যে ভারসাম্য নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies