1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সান্তাহারে রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান ভারতের সংসদ শ্রদ্ধা জানালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি দলের শীর্ষ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: বিএনপি প্রযুক্তি খাত থেকেই ভবিষ্যৎ রচনা হবে : ড. ইউনূস বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র-মার্কিন রাষ্ট্রদূত সহিংসতা বন্ধ করে কল্যাণের রাজনীতির পক্ষে দাঁড়াতে চাই-ডা: শফিকুর রহমান বগুড়ায় আসছেন তারেক রহমান বইছে উৎসবের আমেজ বগুড়াতে বিএনপির বাহিরে অন্য প্রার্থীকে ভোট দিবেনা মানুষ-ভিপি সাইফুল মোহনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রক্ত ও জীবনদানে অর্জিত ৫ আগস্টের সুফল যেন গরীব মানুষ পায় তা নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনার আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘দেশ এগিয়েছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি দারিদ্রতা, অভাব আমাদের গ্রাস করে ফেলেছে। এই বাংলাদেশে অমিত সম্ভাবনা আছে, বিভিন্ন অব্যবস্থাপনার কারণে সেই সুযোগ আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে। ৫ ই আগস্টে রক্ত ও জীবনদানের মাধ্যমে দেশে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সুফল যেন দেশের গরীব মানুষ পায়, সাধারণ মানুষ পায় সেটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে যারা বেকারত্ব, দারিদ্রতা, যারা অভাবে রয়েছে তাদের নাগালের মধ্যে যেন সুবিধাটা আসে সেটি দেখা আমাদের প্রধান কর্তব্য।’ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পাবনায় আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, ‘সাধারণ মানুষের প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব, দারিদ্রতা। সেইসাথে অভাব অনটনের মধ্যে জর্জরিত। রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব হলো আমাদের বাড়িতে থাকা ছেলে, মেয়ে, মায়েদের যদি আয় রোজগারের ব্যবস্থা করা যেতো তাহলে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারতো, সংসারের অভাব-চাহিদা পূরণ করতে পারতো, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য ব্যয় তারা নির্বাহ করতে পারতো।’ তিনি বলেন, ‘আমাদের এই দু:খ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বহুবার সংগ্রাম করেছি। আমরা দেশের স্বাধীনতার সংগ্রাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম, দু:খ, দারিদ্রতা, অভাব মুক্তির সংগ্রাম আমরা করেছি। সবাই ভাল ভাল কথা বলি, মানুষের কল্যাণের কথা বলি, কিন্তু মানুষের কল্যাণটা তাদের চাহিদা অনুযায়ী হচ্ছে না। এর মধ্যে রাষ্ট্র সরকার কতটুকু কি করবে, ব্যক্তিগতভাবে আমরা সবাই মানুষের জন্য কাজ করি, তাদের পাশে দাঁড়াই। তাহলে সমাজের মধ্যে একটা মেলবন্ধন আসবে, একটা সম্প্রীতি আসবে।’ শিমুল বিশ্বাস আরো বলেন, ‘আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট এই পাবনা শহরে মানুষকে জাগরণের জন্যে, মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে, নিজের পায়ে দাঁড়ানোর জন্যে, তার মতো করে কর্মপরিকল্পনা করে যাচ্ছে। এখানে গরীব মানুষের কর্মসংস্থানের অভাব। তাই তাদের রিকশা, ভ্যান, সেলাই মেশিন দেওয়া হচ্ছে। মেয়েদেরকে গাভি, সেলাই মেশিন দেওয়া, বেকারদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে। দুর্যোগকালীন, আপদককালীন বিশেষ করে শীতবস্ত্র, খাদ্য, ওষুধ বিতরণ করা হয়েছে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করা, সেখানে পাঠাগার করা, ইদগাহ, কবরস্থান উন্নয়ন কাজ করছে। আহেদ আলী বিশ্বাস স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, কৃষি কলেজ, ডিপ্লোমা, পলিটেকনিক ইন্সটিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠান করেছে। সবকিছুর লক্ষ্য হলো গরীব মানুষের সন্তানদের শিক্ষায় শিক্ষিত করে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করা।’ আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে চিকিৎসা দেন সিরাজগঞ্জের এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। উদ্যোক্তারা জানান, কুয়েত সোসাইটি ফর রিলিফ এর আর্থিক সহযোগিতায় চিকিৎসকরা ক্যাম্পে আসা প্রায় দুই হাজার রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা দেন। সেখান থেকে বাছাইকৃত ১৫০ জন রোগীকে বিনামূল্যে হাসপাতালে নিয়ে ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। একইসাথে তাদের বিনামূল্যে ওষুধ ও থাকা খাওয়ার ব্যবস্থাও করা হবে। অনুষ্ঠানে পাবনার সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, রেহানুল ইসলাম বুলাল, জহুরুল ইসলাম, আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবুল বিশ্বাস, এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের কো-অর্ডিনেটর মির্জা আহমদ আলী লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies