বগুড়ার ঐতিহ্যবাহী ইসলামিক স্টাডিজ গ্রুপের হিজরী ১৪৪৬-১৪৪৮ সালের কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে আচ্চু-বেলাল পরিষদের সংখ্যাগরিষ্ঠতা লাভ। গতকাল শনিবার ইসলামিক স্টাডিজ গ্রুপের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে আচ্চু-বেলাল পরিষদ ও খালিক-চাঁন পরিষদের প্রার্থীরা অংশগ্রহণ করেন। দুপুর দু’টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে স্টাডিজ গ্রুপ মিলনায়তন ও পার্শ্ববর্তী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আচ্চু-বেলাল পরিষদের সম্পাদক প্রার্থী ফজলুল বারী তালুকদার বেলাল (১৫৯) ভোটে বিজয়ী হন, তার নিকতম প্রার্থী খালিক-চাঁন পরিষদের জয়নাল আবেদীন চাঁন (১৫০) ভোট পান। ১২ জন নির্বাহী সদস্যের মধ্যে আচ্চু-বেলাল পরিষদের রুহুল আমিন (২৮৯), মনোয়ার হোসেন পুটু (২২৮), মাও: কাজী ফজলুল করিম (১৮৮), মাও: মুফতি মোঃ আব্দুল কাদের (১৮৩), সৈয়দ ফজলে রাব্বী ডলার (১৮৩), মাহমুদুর রহমান (১৮১), মাহফুজুল হক (১৭২), এরশাদুল বারী এরশাদ (১৬১), আব্দুল হান্নান (১৫৯), ইসরাফিল হোসাইন (১৫৩) ভোট পেয়ে বিজয়ী হন। অপর দিকে খালিক-চাঁন পরিষদের ২য় সহ-সভাপতি প্রার্থী মাও: আব্দুল খালিক (১৭১) ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আচ্চু-বেলাল পরিষদের শেখ রফি আহম্মেদ ১৩৩ ভোট পান। একই ভাবে খালিক-চাঁন পরিষদের ২য় যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম মুক্তা (১৬১) ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আচ্চু-বেলাল পরিষদের সেকেন্দার আলী বাদশা (১৪১) ভোট পান। উল্লেখ্য, ইতিপূর্বে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আচ্চু-বেলাল পরিষদের ৩য় সহ সভাপতি প্রার্থী অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক, ১ম যুগ্ম সম্পাদক পদে মোঃ আবু বকর সিদ্দিক এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আফজাল হোসেন বিজয়ী হন। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন, প্রধান নির্বাচন কমিশনার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ আতাউর রহমান, নির্বাচন কমিশনার বগুড়া কলেজের সাবেক অধ্যক্ষ কে বি এম মুসা ও নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক খবিরুল ইসলাম। খবর বিজ্ঞপ্তি