1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
পাবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. নজরুলের যোগদান - Uttarkon
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
যুদ্ধবিরতির পর বাড়ি ফিরতে শুরু করেছে হাজারো ফিলিস্তিনি আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা নির্বাচন হলেই সঙ্কট কেটে যাবে :মির্জা ফখরুল দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া জাতির দিশারী-সাবেক এমপি লালু শহীদ জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর সকল সেক্টরে কৃতিত্বের ছাপ রেখেছেন-রিজভী শহীদ জিয়া চিরদিন মানুষের হৃদয়ের মাঝেই বেঁচে থাকবেন-রিজভী শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় বগুড়ায় দোয়া মাহফিল শীতবস্ত্র বিতরণ শহীদ জিয়ার ৮৯তম জন্মবার্ষিকী আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান

পাবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. নজরুলের যোগদান

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম যোগদান করেছেন। রোববার (০৮ ডিসেম্বর) সকালে উপাচার্য দপ্তরে যোগদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর গত ০৩ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন।যোগদান অনুষ্ঠানে নবনিযুক্ত উপ-উপাচার্যকে স্বাগত জানান উপাচার্য। এসময় উপ-উপাচার্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আমি শিক্ষক, পড়াতে চাই, শিখতে চাই। শিক্ষক মানে শেখার বিষয়। শিক্ষকরা মানুষ গড়ার মূল কারিগর। শিক্ষার্থী ছাড়া তাদের আর কিছু ভাবার নেই। শিক্ষকরা বিশ্ববিদ্যালয় চালাবেন শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে। সর্বোপরি শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বিশ্ববিদ্যালয় চলবে। উপ-উপাচার্য হিসেবে চেয়ারে বসার পর আমি আবেগ দ্বারা তাড়িত না হয়ে বিবেক দ্বারা পরিচালিত হব।’ উপ-উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘৫ আগস্টের আগে পরে শিক্ষার্থীরা পরিপক্কতার পরিচয় দিয়েছে। দ্বিতীয় স্বাধীনতা অর্জনে শিক্ষার্থীদের চমৎকার ভূমিকা ছিল। এই স্বাধীনতা ধরে রাখতে হবে। এখন যেহেতু সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, তাই শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে মনোনিবেশ করা উচিত। শিক্ষার বিষয়টিতে তাদের অগ্রাধিকার দেওয়া দরকার। প্রয়োজন হলে তারা আবার রাজপথে ফিরে আসবে।’ অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ১৯৯১ সালে খুলনার পাইকগাছার বিএনএসএস হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৯৩ সালে খুলনা সিটি কলেজে থেকে এইচএসসি পাশ করেন। ১৯৯৯ সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় বিএসসি (অনার্স), ২০০২ সালে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি), থাইল্যান্ড থেকে পাল্প অ্যান্ড পেপার টেকনোলজিতে আরেকটি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০০৮ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচারার অ্যান্ড টেকনোলিজ (টিইউএটি) থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন এবং জেএসপিএস পোষ্ট-ডক্টরাল ফেলো হিসেবে সেখানে কাজ করেন। তিনি কানাডার ইউনিভার্সিটি অব কুইবেক এবং মালয়েশিয়ার দুইটি বিশ্ববিদ্যালয় থেকে আরও দুটি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামের গবেষণার অন্যতম ক্ষেত্র বিশেষত টেকসই জীবন ব্যবস্থাপনা উন্নয়ন, বায়ো-বেজড কম্পোজিটস, কাঠ সংরক্ষণ, বায়ো-আঠা এবং উদ্ভিদ সম্পদ থেকে কাগজ পণ্য উৎপাদনের ওপর। তার গবেষণর ফলাফল আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। তিনি ৯১টি পিয়ার-রিভিউড আর্টিকেল এবং ১৭টি বই/জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি জলবায়ু পরিবর্তন, সুন্দরবন এবং উদ্যোগ উন্নয়ন নিয়ে একাধিক প্রকল্পে কাজ করেছেন। তার পূর্ববর্তী ২৫টি গবেষণা প্রকল্পে বনজ সম্পদ ব্যবস্থাপনা ও পণ্য উৎপাদন নিয়ে কাজ করেছেন। তিনি খুলনার পাইকগাছার বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies