নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে “অর্থনৈতিক শুমারি ২০২৪” এর তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারগণের চার দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, এসময় আরো হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনৈতিক শুমারির নন্দীগ্রাম (সদর) ও ভাটগ্রাম ইউনিয়নের জোনাল অফিসার মোঃ রতন মানিক, পৌরসভা ও বুড়ইল ইউনিয়নের জোনাল অফিসার মোঃ তফিকুল ইসলাম, আইটি সুপারভাইজার সনাতন সরকার, সোহাগ সরকার প্রমুখ।
অপরদিকে একইদিনে নিমাইদিঘী আদর্শ কলেজ হলরুমে ভাটরা ও থালতা মাজগ্রাম ইউনিয়নের তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারগণদের চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় জোনাল অফিসার রবিউল ইসলাম লিটনের পরিচালনায় প্রশিক্ষণ শুরু হয়েছে। নন্দীগ্রাম উপজেলায় এবার দুটি স্থানে সর্বমোট ১৫০ জন তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।