আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দিয়ে অবৈধ ভাবে প্রশাসক নিয়োগ দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় রায়গঞ্জ উপজেলা চত্বরে ধানগড়া, সোনাখাঁরা, ধুবিল, পাঙ্গাসী, চান্দাইকোনা, ঘুড়কা, নলকা, ব্রহ্মগাছা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলাম, বিএনপি নেতা আয়নুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল প্রমুখ । এ সময় বক্তারা বলেন, বিধি সম্মতভাবে নিযুক্ত প্যানেল চেয়ারম্যানগণ কর্তব্যরত থাকা সত্ত্বেও অনৈতিক ভাবে প্রশাসক নিয়োগের ফলে ইউনিয়ন পরিষদে বিশৃংখলা সৃষ্টিসহ জনসাধারণের প্রাপ্য সেবা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। পাশাপাশি এধরণের বিধি বহির্ভূতভাবে প্রশাসক নিয়োগের ফলে জনসাধারণের প্রত্যক্ষ ভোটে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিগণের মর্যাদ্য কুল্লসহ জনসাধারণের মধ্যে অসন্তোষ তৈরী হয়ে গণবিস্ফোরণের আশঙ্কা করছে বক্তারা। মানববন্ধনে প্যানেল চেয়ারম্যানের দাবিতে ইউপি সদস্যরা বলেন, নতুন ভাবে প্যানেল গঠন না করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দিয়ে রায়গঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের অবৈধ সিন্ধান্তের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা জানাই।দেশের স্থানীয় পর্যায় সুশৃঙ্খল রাখতে আমাদের প্রয়োজন আছে। দেশের উন্নয়নসহ বিভিন্ন কর্মকান্ডে আমরা জড়িত থাকি। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকি। তারা আরও বলেন, আপনাদের মনে রাখতে হবে আমরাও ছাত্র আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের সহায়তা করেছি। আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দিলে আমরা মানুষের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হবো। এ সময় উপজেলার ৮ ইউনিয়নের নবগঠিত প্যানেল চেয়ারম্যানসহ সাধারণ নাগরিকেরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন ইউনিয়ন পরিষদের নবগঠিত প্যানেল চেয়ারম্যানেরা।