বগুড়া পৌরসভার মালগ্রাম নতুন পাড়ায় চাপড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে সংস্থার সভাপতি বাবু পাইকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার সমাজসেবক ওয়াহাব মন্ডল,আনোয়ার হোসেন,পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক ওয়াসিম রেজা, আবুল কাসেম,চাঁন মিয়া, আপেল মাহমুদ,রাজিব,আহসান,আকরাম,চঞ্চল,সালাম সহ প্রমূখ। অনুষ্ঠানে মালগ্রাম নতুন পাড়া (চাপড়) এলাকার প্রায় ১০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।