মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত সংগঠন বিডি ক্লিনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিডি ক্লিনের সমন্বয়ক মো: রায়হান ও হুরে জান্নাত জ্যোতির সঞ্চালনায় এ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হোসাইন মোহাম্মদ এরশাদ, মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, বিডি ক্লিনের উপদেষ্টা ডা: মো: মনোয়ার হোসেন দুলদুল, বিডি ক্লিনের উপ সমন্বয়ক মো: মাহবুবুর রহমান, দুবাই রেষ্টুরেন্টের পরিচালক মো: ফিরোজ হোসেন, ক্যাফে ডাইনের পরিচালক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ। সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযানকে আরো গতিশীল করার জন্য কোদাল, হাসুয়াসহ বিভিন্ন পরিচ্ছন্ন সামগ্রী প্রদান করেন। সম্মেলনে নওগাঁ সদর, মহাদেবপুর, মান্দা, পোরশা, পত্নীতলাসহ বিভিন্ন উপজেলার বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।