ইনার হুইল ক্লাব অব বগুড়ার উদ্যোগে ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্তন ক্যান্সার এর উপরে সেমিনার অনুষ্ঠিত হয়। ইনার হুইল ক্লাব অব বগুড়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এ্যাডভোকেট মনোয়ারা খাতুন এর সভাপতিত্বে সেমিনারে মুল বক্তা প্রসুতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপরোস্কপিক সার্জন, কনসালটেন্স ( গাইনী এন্ড অবস) ডাঃ শারমিন হোসেন মমি বলেন, স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি লাখে ১৫ জন নারী মারা যান। প্রতি আট জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। এই ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বাংলাদেশে প্রতি বছর ১৫,০০০ এরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রতি বছর প্রায় ৭,৫০০ জন এই রোগে মারা যান। প্রতি আট জনে একজন নারী স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। স্তন ক্যান্সার যত দ্রুত শনাক্ত করা যায়, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। অধিকাংশ নারীর মধ্যেই স্তন ক্যান্সারের ঝুঁকি থাকা সত্ত্বেও বিষয়টি নিয়ে আলোচনা করতে অনেকে সংকোচবোধ করেন। উপস্থিতদের স্তন ক্যান্সারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত স্তন পরীক্ষা করার পরামর্শ দেন। সেমিনারে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব বগুড়ার ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট নাসরিন সুলতানা, সহ-সভানেত্রী ইসরাত জাহান মিতু, সেক্রেটারী ইয়াসমিন হাসান, ট্রেজারার মনোয়ারা খানম, এডিটর ও পাস্ট প্রেসিডেন্ট নুরদিয়া জাহান লিটা, ক্লাব করোস্পনডেন্ট শামীমা আক্তার পাপিয়া, নির্বাহী সদস্য মাহমুদা হাকিম, ওয়াহিদা রহমান রিপা, সৈয়দা মুনিরা বেগম, শামিমা সুলতানা রিটা। “আমি অনন্যা”এর পক্ষ থেকে সারমিন সুমনা, নাসরিন রানা, রত্না খাতুন, শাদমান কলি, শামিমা রুনা, উম্মে হানি, সালমা প্রমুখ।