রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে এক প্রতিবন্ধী কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছেন বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল। রবিবার (১০ নভেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের প্রতিবন্ধি কৃষক আব্দুল গফুরের ক্ষেত থেকে স্বেচ্ছাশ্রমে ধান কাটার এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোমিন সরকার। এ সময় মোমিন সরকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীরা সব সময় দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে অতিতেও পাশে দাঁড়িয়েছে বর্তমান ও ভবিষ্যতেও আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে। অসহায় প্রতিবন্ধী কৃষক আব্দুল গফুর বলেন, জমিতে আমন ধানের চাষ করেছি। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটাতে পারছিলাম না। ভোরে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দেখলাম কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিচ্ছে। এতে আমার অনেক উপকার হয়েছে। তাই তিনি কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধান কাটার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি মিজানুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, দফতর সম্পাদক রাকিব খাঁন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ ৭ নং ওয়ার্ড কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।