বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় বদলগাছী উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, সহ-সভাপতি চেয়ারম্যান আল এমরান হোসেন, রেজাউন্নবী স্যান্ডো, আব্দুর রশিদ, ফিরোজ আলম, কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাফেজ জহুরুল ইসলাম, সদর ইউনিয়ন সভাপতি রবিউল হাসান, সম্পাদক এস.এম তরিকুল ইসলাম হালিম, যুবদলের আহবায়ক রাজা, পাহাড়পুর ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান, কোলা ইউনিয়ন সম্পাদক নুর ইসলাম প্রমুখ। ফজলে হুদা আকন্দ বাবুল তাঁর বক্তব্যে বলেন, ৭ নভেম্বর সিপাহি – জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। এই দিনটিকে রাষ্ট্রীয় ভাবে পালনের জন্য সরকারি ছুটি ঘোষণার দাবী জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা গণের কাছে। তিনি এই সরকারের কাছে বলেন, নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন, যেন এই দেশের জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি প্রশাসনের কর্তাব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিমাতাসুলভ আচরণ থেকে সরে আসুন। তিনি আরও বলেন, ৫ আগষ্টের পর আওয়ামীলীগের নেতাকর্মীদের বলেছিলাম আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। কিন্তু কে শোনে কার কথা। তাদের শিরায় শিরায় মিশে আছে ককটেলবাজি, বোমাবাজি, গুম,খুন, চাঁদাবাজি আর মিথ্যাচার। তারই ফলাফল ৪ নভেম্বর সন্ধ্যা রাতে গোবরচাঁপা বাজারে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বদলগাছীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। এই ককটেলবাজদের আর ছাড় দেওয়া হবেনা। বদলগাছীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আগামী দিনে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। আলোচনা সভা শেষে সহস্রাধিক নেতাকর্মীদের একটি বিশাল বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।