বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ২০২৪-২০২৫ অর্থ বছরে চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। “কৃষিই সমৃদ্ধি ” এই শ্লোগান কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। তিনি জানান, চলতি মৌসুমে উপজেলার ৫৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৪৪২০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হবে এবং অবশিষ্ট কৃষকদের মাঝে অন্যান্য ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।