1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমরা ক্ষমতায় গেলে রাজশাহী অঞ্চলের উন্নয়নকাজ, পদ্মা ব্যারাজ নির্মাণ করব- তারেক রহমান প্রয়োজনে জীবন দেব, তবু জনগণের অধিকার কেড়ে নিতে দেব না-জামায়াত আমির সান্তাহারে রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান ভারতের সংসদ শ্রদ্ধা জানালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি দলের শীর্ষ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: বিএনপি প্রযুক্তি খাত থেকেই ভবিষ্যৎ রচনা হবে : ড. ইউনূস বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র-মার্কিন রাষ্ট্রদূত সহিংসতা বন্ধ করে কল্যাণের রাজনীতির পক্ষে দাঁড়াতে চাই-ডা: শফিকুর রহমান বগুড়ায় আসছেন তারেক রহমান বইছে উৎসবের আমেজ

৬৮ বারের মতো স্বেচ্ছায় রক্তদান করে সাংবাদিক সনমের অনন্য দৃষ্টান্ত

  • সম্পাদনার সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ৬৮ বারের মতো অসহায় মুমুর্ষ রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান করলেন পাবনার পরিচিত মুখ সাংবাদিক ছিফাত রহমান সনম। এর মাধ্যমে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে শনিবার (০২ নভেম্বর) পাবনার সন্ধানী ডোনার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এই রক্তদান করেন। সাংবাদিক সনম পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও সন্ধানী ডোনার ক্লাব পাবনার সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক। লেখক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধানী ডোনার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান আহমেদ অরুন, সাবেক প্রচার সম্পাদক আমিনুল ইসলাম টিপু, ইসমাইল হোসেন, রোজি খাতুনসহ অন্যান্যরা অংশ নেন। পাবনার সন্ধানী ডোনার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডা. ইফতেখার মাহমুদ বলেন, ‘১৯৮৮ সালের ১৭ জুলাই ক্লাবটির যাত্রা শুরুর পর গত ৩৩ বছরে প্রায় ৭০ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছে এখানকার কর্মীরা। সাংবাদিক ছিফাত রহমান সনম তাদের মধ্যে অন্যতম। এই মানুষটি ৬৮ বার রক্তদান করলেন। তার প্রতি শুভ কামনা।’ এক প্রতিক্রিয়ায় ছিফাত রহমান সনম সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে বলেন, ’মানবিক মূল্যবোধ ও মানসিক আত্মতৃপ্তি থেকেই মূলত কাজ করি। মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগে। সকলকে নিজ নিজ পরিসর থেকে অসহায় মানুষের খেদমতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।’

উল্লেখ্য, সাংবাদিক ছিফাত রহমান সনম (৪৭) পাবনা শহরের দিলালপুরের টাউন হলপাড়ার বাসিন্দা পাবনা পৌরসভার সাবেক স্যানিটারী ইন্সপেক্টর মরহুম আজিজুর রহমানের ছেলে।

তিনি পাবনা প্রেসক্লাব, বনমালী ইনস্টিটিউট, আঞ্জুমান মুফিদুল ইসলাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সন্ধানী ডোনার ক্লাব, গণশিল্পী সংস্থা, স্বপ্নের বাক্স ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে আছেন।

জাতীয় শিশু কিশোর সংগঠন কলকাকলী কচিকাঁচার মেলা পাবনা শাখার সংগঠকের দায়িত্ব পালন করেছের সনম। গণশিল্পী সংস্থার শিল্পী হিসেবে বেশ কয়েকটি পথ নাটকে অভিনয় করেছেন। আবৃত্তিকার ও উপস্থাপক হিসেবে জেলা জুড়ে পরিচিতি রয়েছে তার।

ছিফাত রহমান সনম পাবনা প্রেসক্লাবে একাধিকবার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক হিসেবেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন এই ক্লাবের। সাধারণ মানুষের কল্যাণে লেখনীর মাধ্যমে দক্ষতার স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে লাভ করেন রোটারী অ্যাওয়ার্ড। নারীর ক্ষমতায়নে এবং নারী পুরুষের সমান অধিকার সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২০০৭ ও ২০০৮ সালে পরপর দুইবার এফপিএবি-এর জাতীয় পুরস্কার লাভ করেন তিনি।

জাতীয় পর্যায়ে প্রকাশিত ছিফাত রহমান সনমের লেখা বেশ কিছু প্রবন্ধ সমাদৃত হয়েছে পাঠক মহলে। ইতোমধ্যেই তার ১৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কবিতা আকৃষ্ট করেছে পাঠকদের। সরলা তার একাদশ কাব্যগ্রন্থ। ২০১১ সালে ও ২০১৩ সালে পাবনার একুশে বইমেলায় সর্বোচ্চ সংখ্যক বই বিক্রি হওয়ায় তাকে প্রদান করা হয় সেরা লেখক পুরস্কার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies