সিরাজগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলার ধামাইনগড় ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীদের নিয়ে দিন ব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৯ ঘটিকা হইতে শালিয়াগাড়ী উচ্চবিদ্যালয় চত্বরে কর্মীদের নিয়ে দিনব্যাপী এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরে ইউনিয়ন জামায়াতের সভাপতি রেদয়ানুল ইসলামের সভাপতিত্বে বাইতুলমাল সম্পাদক অহিদুজ্জামান (আইদুল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের সংগ্রামী আমীর অধ্যাক্ষ শাহিনুর আলম , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, সোনাখাঁড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল কুদ্দুস, শেরপুর ভোবানীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাগড়, মাওলানা জামির উদ্দিন, ডা: রনজু আহম্মেদ, আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ, ডাঃ জিন্নাহ প্রমুখ। উক্ত শিক্ষা শিবেরে
জামায়াত কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথমে জামায়াত দক্ষ ও যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেকে সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করতে। সমাজের সকল পর্যায়ের মানুষের মনকে জয় করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের নীতি-নৈতিকতায় উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। সর্বশেষ আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।