বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রত্যেকটি ধর্মের একটি মৌলিক স্পিরিট আছে, আর তা হলো মানবতার কল্যাণ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদ আয়োজিত সহস্র প্রদীপ প্রজ্জ্বলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ‘তিমির ঘন অন্ধকারে মধ্যে আমরা পৃথিবীতে বসবাস করছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় রক্তপাত সংঘাত হচ্ছে, হানাহানি হচ্ছে। শিশু, নারীও নিহত হচ্ছেন। পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন অনেকেই। সত্যিকার অর্থেই এক তিমির ঘনঘটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি।’
তিনি বলেন, ‘আজকে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে যে আলোর উদ্ভাসন, যে সম্ভাবনা আমরা দেখলাম দেবীর কাছে আরাধনা ও নিবেদনের মাধ্যমে। এই আলোক প্রজ্জ্বলন যাতে উদ্ভাসিত হয়ে, বিশ্বের যত হানাহানি, সংকীর্ণতা, বিদ্বেষ, বিভাজনের যে চক্র হয়েছে, সেই চক্র ভেঙে আমরা সত্যিকার অর্থে একটি বিশাল বিস্তৃত আলোকমালার মধ্যে বসবাস করতে পারি।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমাদের পরিচয় কোনো ধর্মে ভিত্তিতে হবে না, কোনো নৃগোষ্ঠীর ভিত্তিতে হবে না। আমাদের পরিচয় কোনো গোত্রের ভিত্তিতে হবে না। আমরা মানুষ ও মানবতার পরিচয়ে পরিচিত হব।’
তিনি বলেন, ‘প্রত্যেকটি ধর্মের একটি মৌলিক স্পিরিট আছে। সেটা হচ্ছে মানবতার কল্যাণ। সেখানে কিন্তু কোনো কিছুই ভাগ করে দেয়নি। প্রতিটি ধর্মের মূল বাণী হচ্ছে মহামিলন। যেকোনো ধর্মীয় উৎসব সেই মহামিলনের উঠানে প্রত্যেকটি মানুষকে সমবেত করে। বাংলাদেশের জনগোষ্ঠী ধর্ম উৎসবে অংশ ভাগ করব আমরা সবাই, আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন।’