বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ জেলার সহকারী পরিচালক মোঃ রুবেল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক (বিপিএএ),থানার এস.আই নিহার চন্দ্র, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, সরকারি মডেল পাইলট হাইস্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন উকিল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, বদলগাছী প্রেসক্লাবের ফজলে মওলা, সাংবাদিক সংস্থার শহিদুল ইসলাম,সাংবাদিক এমদাদুল হক দুলু, সাংবাদিক আবু রায়হান লিটন প্রমুখ। উক্ত সভায় ভোক্তা অধিকার, আইন ও বাস্তবায়নের জন্য করনীয় বিষয়ে বিভিন্ন তথ্যের উপর বিশদ আলোচনা হয় এবং সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।