বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের নিকট থেকে বদলগাছী উপজেলার শিল্প, সাহিত্য চর্চা, সংস্কৃতি ও উন্নয়ন বিষয়ক মতামত শোনেন এবং তা লিপিবদ্ধ করেন। আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে ভাবনাগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান উপস্থিত সবাইকে আশ্বাস প্রদান করেন। তারমধ্যে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে হাট সরানোর বিষয়ে দ্রুতই কার্যক্রম শুরু করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান। উক্ত মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সম্পাদক আব্দুল কাদের, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আবু জর গিফারী, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সম্পাদক হাফিজার রহমান, মডেল প্রেসক্লাবের সম্পাদক আবু রায়হান লিটন, সাংবাদিক সংস্থার সভাপতি ওয়াজেদ আলী, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, সম্পাদক সবুজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।