ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি ঃ“শিক্ষকদের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশে^র ন্যায়, জয়পুরহাটের ক্ষেতলালেও বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে, উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ সভা কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম এর সভা পতিত্বে আলোচনা সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ( ভূমি) জিন্নাতুল আরা, উপজেলা শিক্ষা আফিসার (ভারপ্রাপ্ত) এফাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার বাবলু কুমার মন্ডল, অধ্যক্ষ ইদ্রীস আলী, আলী হাসান মুক্তা, একরামুল হক, সুপার রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফেরদৌসী রানা প্রমুখ।