মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে রোপা আমন ধানে পাতা মরা রোগ দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। গতকাল মঙ্গলবার উপজেলার খাজুর মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক জমিতে ধানের পাতা মরে হলুদ হয়ে গেছে। এ রোগ থেকে রক্ষার জন্য কৃষি অফিস থেকে তেমন কোন পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন কৃষকরা। বাধ্য হয়ে কৃষকরা কীটনাশকের দোকান থেকে দোকানদারদের পরামর্শ মোতাবেক বিভিন্ন বিষ ক্রয় করে ব্যবহার করছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএলবি রোগে আক্রান্ত হওয়ায় ধানের পাতা হলুদ হচ্ছে। প্রতিকূল আবহাওয়া ও পটাশের অভাবে এ রোগ হচ্ছে বলেও তিনি জানান।