1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতের সংসদ শ্রদ্ধা জানালো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি দলের শীর্ষ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে: বিএনপি প্রযুক্তি খাত থেকেই ভবিষ্যৎ রচনা হবে : ড. ইউনূস বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র-মার্কিন রাষ্ট্রদূত সহিংসতা বন্ধ করে কল্যাণের রাজনীতির পক্ষে দাঁড়াতে চাই-ডা: শফিকুর রহমান বগুড়ায় আসছেন তারেক রহমান বইছে উৎসবের আমেজ বগুড়াতে বিএনপির বাহিরে অন্য প্রার্থীকে ভোট দিবেনা মানুষ-ভিপি সাইফুল মোহনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে ১০৮টির মধ্যে ৭০টি অবৈধ

গ্যালারিতে মারধরের শিকার ‘টাইগার রবি’

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার প্রদশিত হয়েছে

কানপুরে বাংলাদেশ-ভারত ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলের একমাত্র সুপার ফ্যান ‘টাইগার রবি’ গ্যালারিতে মারধরের শিকার হয়েছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেছে উত্তর প্রদেশ পুলিশ। কানপুরে গ্রিন পার্কে ঘটে এই ঘটনা। ম্যাচের শুরু থেকেই তাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল ভারতীয় সমর্থকরা। মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করে। এ সময় টাইগার রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। সেখানে কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের শিকার হন রবি।

গণমাধ্যমের খবর, কিল-ঘুষি খাওয়ার একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। আহত অবস্থায় এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।

এর আগে চেন্নাইয়ে দুই দলের প্রথম টেস্টেও তাঁকে ভারতীয় সমর্থকেরা হেনস্তা করেছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।

আলোক স্বল্পতায় খেলা বন্ধ

কানপুরের আকাশ আগে থেকেই ছিল ঘোলা। মধ্যাহ্ন বিরতির খানিক পর সেটা রূপ নিল গাঢ় অন্ধকারে। আলোর স্বল্পতায় ৩৫তম ওভার শেষে তাই খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। দুই দলের খেলোয়াড়রাই ফিরেছেন ড্রেসিংরুমে।

এসময় মুমিনুল ৪০ রানে ও মুশফিক ৬ রানে ব্যাট করছিলেন।

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৫ ওভার শেষে ৩ উইকেটে ১০৭।

থিতু হয়ে ফিরলেন শান্ত

মধ্যাহ্ন বিরতির পর তৃতীয় ওভারেই আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। কানপুর টেস্টে প্রথম উইকেট তুলে নিয়েল রবিচন্দ্রন অশ্বিন।

আশ্বিনের করা ২৯তম ওভারের শেষ বলে এলবিডব্লু হন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিয়েও পার পাননি। ৫৭ বলে ৩১ রান করে আউট হলেন তিনি।

তার বিদায়ে ভাঙে মুমিনুলের সঙ্গে গড়া ৫১ রানের জুটি। ক্রিজে মুমিনুলের নতুন সঙ্গী মুশফিকুর রহিম।

সবশেষ: বাংলাদেশ প্রথম ইনিংসে ৩১.৩ ওভারে ৩ উইকেটে ৮৯।

 

শান্ত-মুমিনুলে প্রথম সেশন পার

দুই ওপেনারকে হারানোর পর প্রথম সেশনে আর বিপদ হতে দেননি মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ৭৪ রান। ৪৮ বলে ১৭ রানে মুমিনুল ও ৪৮ বলে ২৮ রানে শান্ত ব্যাট করছেন।

প্রথম সেশনে বাংলাদেশের ২ উইকেটই নিয়েছেন আকাশ দীপ। বিরতির আগে ২৬তম ওভারটাও করেন আকাশ। তখন শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

বাংলাদেশের ৫০

১৭তম ওভারে দলীয় ৫০ স্পর্শ করল বাংলাদেশ। ১০ রানে ব্যাট করছেন মুমিনুল। অন্য প্রান্তে ১৭ রানে অপরাজিত নাজমুল।

কানপুরের আকাশ আবারও মেঘলা। আলোর স্বল্পতার জন্য গ্রিন পার্ক স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালানো হয়েছে।

সবশেষ স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস ১৯.৩ ওভারে ২ উইকেটে ৫৬।

টিকলেন না সাদমানও

জাকিরের পরপরই একই পথ ধরলেন আরেক ওপেনার সামদান ইসলাম। তিনিও আকাশ দীপের শিকার। এলবিডব্লিউ হয়েছেন তিনি।

দলীয় ১৩তম ওভারে ২৯ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। ৩৬ বলে ২৪ রান করেছেন সাদমান।

ক্রিজে এসেই মারমুখী নাজমুল হোসেন শান্ত। ৯ বলে তিনি অপরাজিত আছেন ৩ চারে ১২ রানে, তার সঙ্গী মুমিনুল ব্যাট করছেন ১৬ বলে ১ রান নিয়ে।

সবশেষ: বাংলাদেশ ২ উইকেটে ৪২।

২৪ বলে ০ করে ফিরলেন জাকির

ভারতের পেসারদের বিপক্ষে সাবধানে ব্যাটিং শুরু করেছিলেন জাকির হাসান। ২৪ বল খেলে কোনা রানই করতে পারেননি তিনি। অবশেষে এই ওপেনার বিদায় নিলেন নতুন বোলার আকাশ দীপের বলে স্লিপে জয়সয়ালের হাতে ক্যাচ দিয়ে।

দলীয় নবম ওভারে ২৬ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। সাদমান ৩৩ বলে ২৩ রানে ব্যাটিং করছেন। উইকেটে তার নতুন সঙ্গী মুমিনুল হক।

৮ম ওভারে আক্রমণে স্পিনার এনেছে ভারত! রবিচন্দ্রন অশ্বিনের সেই ওভারটি সামলেছেন সাদমান।

সবশেষ স্কোর: ১০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৮ রান।

খালেদ ও তাইজুলকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

কানপুরে টসভাগ্যে হাসল ভারত। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন। নাহিদ হাসান ও তাসকিন আহমেদের জায়গায় এসেছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। চেন্নাইয়ে খেলা একই একাদশ নিয়ে খেলছে ভারত।

তিন স্পিনার ও দুই পেসার নিয়ে কানপুর টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এ বছর এপ্রিলে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল। সেই ম্যাচটি পেসার খালেদরও সর্বশেষ টেস্ট।

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক),মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ-ভারত টেস্ট: টস হতে দেরি

কানপুরে রাতভর হয়েছে বৃষ্টি। গ্রিন পার্কের আউট ফিল্ড তাই এখনও খেলার অনুপযোগী। যে কারণে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে টস হতে দেরি হচ্ছে।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ন’টায় টস হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে। দশটায় মাঠ পর্যবেক্ষণের পর হবে সিদ্ধান্ত।

কানপুরের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের কমপক্ষে প্রথম তিন দিন এরকম ঝামেলা করতে পারে বেরসিক বৃষ্টি। দুই দলেরই একাদশ নির্বাচনে যা প্রভাব ফেলতে পারে।

কালো ও অপেক্ষাকৃত স্লো পিচে খেলা হবে বলে নিশ্চিত করেছেন ম্যাচের ধারাভাষ্যে থাকা ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক। পিচে রয়েছে খড়ের মত প্রচুর ঘাস। দুই দলই তাই স্পিন শক্তি বাড়াতে পারে।

দুই দলের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট এটি। চেন্নাইয়ে প্রথমটি জিতে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies