বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল আধাইপুর ইউনিয়নে তাঁর পৈত্রিক নিবাস সত্যপাড়ায় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ২৫ সেপ্টেম্বর রাতের বেলা অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় নেতাকর্মীরা অতীতের স্মৃতি মন্থন করে খুঁনসুটিতে মেতে ওঠেন। নেতাকর্মীদের প্রানখোলা আলোচনায় মতবিনিময় সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল ছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আধাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।