বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে থানায় নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) শাহজাহান আলী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় থানার সভাকক্ষে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, বদলগাছী প্রেসক্লাবের সম্পাদক আবু জর গিফারী, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সাংবাদিক সংস্থার সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক আবু সাইদ, মিঠু হাসান, মুজাহিদ হোসেন প্রমুখ। এসময় এস আই নিহার চন্দ্র, এস আই মমিন হোসেন উপস্থিত ছিলেন। নবাগত ওসি ইতিপূর্বে কুমিল্লার লাকসাম থানায় কর্মরত ছিলেন। তাঁর পৈত্রিক নিবাস বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। তিনি একপুত্র ও এক কন্যা সন্তানের জনক বলে জানান। বদলগাছীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।