বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে বন্যাদূর্গত এলাকার সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান বাতিল করে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল এর আহবানে সাড়া দিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্ব স্ব উদ্যোগে এই ত্রাণ সংগ্রহ অভিযান শুরু করেছেন। এই উপলক্ষে ২ সেপ্টেম্বর সকাল ১০ টায় বদলগাছী চৌরাস্তার মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, প্রচার সম্পাদক এমএ হালিম, মহিলাদলের সভানেত্রী শাম্মী আক্তার, বদলগাছী ইউনিয়ন বিএনপির রবিউল হাসান প্রমুখ। আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল বলেন, দলীয় নেতাকর্মীরা স্ব-উদ্যোগে যে ত্রাণ সংগ্রহ করবেন তা দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে বন্যাদূর্গত এলাকার মানুষদের সাহায্যার্থে তা ব্যয় করা হবে। এজন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি।