1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
তেইশ বছরে উত্তর কোণ - Uttarkon
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার এর আজ ৪৩তম মৃত্যুবার্ষিকী একনেকে ১ হাজার ২২২ কোটি ১৪ লাখ টাকার ৪টি প্রকল্প অনুমোদন আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু, একদিনে ৬ জনের মৃত্যু হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে : প্রধান উপদেষ্টা আমরা সরকারকে সময় দিতে চাই : মির্জা ফখরুল গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে : নাহিদ ইসলাম গুটি কয়েক মানুষ ছাড়া স্বৈরাচার হাসিনার সময় সবাই বৈষম্যের শিকার হয়েছে : নজরুল ইসলাম সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল পাবে জনগণ : স্বরাষ্ট্র উপদেষ্টা সাভারে হাসিনার বিরুদ্ধে একই দিন ২টি হত্যা মামলা

তেইশ বছরে উত্তর কোণ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার প্রদশিত হয়েছে

“আপনাদের স্বপ্ন, আমাদের প্রতিদিনের প্রচেষ্টা” শ্লোগানকে ধারণ করে সৎ সাংবাদিকতার আলোর দিশারী হিসাবে অতীতের শিল্পনগরী বর্তমানে বাণিজ্য ও সংবাদপত্রের নগরী হিসেবে খ্যাত বগুড়া থেকে ১৬ আগস্ট ২০০২ সালে যাত্রা শুরু করে দৈনিক উত্তর কোণ। নানা চড়াই উৎরাই, বাধা-বিপত্তির মাঝেও মাথা উঁচু করে ধীর পায়ে ২২ বছর অতিক্রম করে আজ ১৬ আগস্ট ২০২৪ তেইশ বছরে পদার্পণ করলো দৈনিক উত্তর কোণ। সমহিমায় যাত্রা শুরু হলেও দু’ তিন বছর পেরোতেই পত্রিকাটি একের পর এক রাজনৈতিক/অর্থনৈতিক ঝড়ের কবলে পতিত হয়। কখনো কাগজ ও প্রকাশনা উপকরণের মূল্যের উর্ধ্বগতির ঝড়। আবার কখনো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক (!) সরকারের জরুরী আইনের শিকলে বন্দী হয়ে তথ্য প্রকাশ সংক্রান্ত নির্দেশনা মানার ঝড়। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ পূর্তির পর ক্ষমতা গ্রহণকারী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে হাতে গোনা কয়েকটি চিহ্নিত পত্রিকা বাদে দেশের অসংখ্য পত্রিকার মতোই উত্তর কোণও দুঃসহ ক্রান্তিকাল অতিক্রম করে। তবে পত্রিকা প্রকাশনা সংক্রান্ত উপকরণ ও কাগজের মূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে আগের মতো চার রঙা না হয়ে সাদাকালোয় পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রয়েছে।
বিভিন্ন সময়ে রাজনৈতিক ও আমলাতান্ত্রিকসহ নানা প্রতিবন্ধকতা পত্রিকাটির চলার পথে বাধা হয়ে দাঁড়ালেও তা কণ্ঠ স্তব্ধ করতে পারেনি। “আপনাদের স্বপ্ন, আমাদের প্রতিদিনের প্রচেষ্টা” এমন একটি চীরসবুজ শ্লোাগানকে সামনে রেখেই নবীন-প্রবীণ এক ঝাঁক সংবাদকর্মীর হাতের ছোঁয়ায় পত্রিকাটি প্রতিদিন ভোরে ছুটে চলে অসংখ্য পাঠকের দোরগোড়ায়। দীর্ঘ প্রায় দুই যুগ সময়ে নানা সংকটময় পরিস্থিতির মুখোমুখি হলেও উত্তর কোণ তার আদর্শ, তার অঙ্গীকার থেকে বিন্দুমাত্র পিছপা হয়নি।
ব্যবসায়িক দৃষ্টিভঙ্গী বা ব্যক্তিগোষ্ঠির স্বার্থসিদ্ধির নেশায় দেশে অসংখ্য পত্রিকা প্রকাশের ধারাবাহিকতা বজায় থাকলেও শুধুমাত্র সংবাদপত্র ও সাংবাদিকতার প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার টানেই পত্রিকা প্রকাশের সাহসী উদ্যোগ গ্রহণ করেন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান সাবেক সংসদ সদস্য চৌকস পার্লামেন্টারিয়ান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। সংবাদপত্র ও সাংবাদিকদের সাথে যার রয়েছে দীর্ঘদিনের সেতুবন্ধন।
তার এই উৎসাহের পেছনে মূল নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘদিন যাবৎ সংবাদপত্র প্রকাশনার সাথে সম্পৃক্ত তারেক রহমান তাঁর অর্জিত অভিজ্ঞতার আলোকে দৈনিক উত্তর কোণ প্রকাশে সর্বাত্মক সহযোগিতা দেন। পত্রিকাটির আত্মপ্রকাশে তিনি অকৃপণভাবে শ্রম ও মেধা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। আজকের এই শুভদিনে তাঁর প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার পত্রিকার পাশে থেকে নিরলসভাবে পত্রিকার বিজ্ঞাপন দাতা ও প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দৈনিক উত্তর কোণ এর কাজ এগিয়ে নিয়েছেন। আজ পত্রিকার এই শুভক্ষণে তিনি আর আমাদের মাঝে নেই। ২০২০ সালের ৪ জুন তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। একই সাথে মহান রাব্বুল আলআমিন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
বর্তমানে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে রয়েছেন সাহেদুজ্জামান সিরাজ বিজয়। তার তারুণ্য নির্ভর নেতৃত্ব আর যথাযথ তত্ত্বাবধানে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রয়েছে। এমনকি তারই উদ্যোগে পত্রিকাটির অনলাইন ভার্সন চালু হয়েছে। দীর্ঘ দেড় যুগব্যাপী অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকা আ’লীগ দলীয়করণ, অর্থপাচার, দুর্নীতি, রাজনৈতিক হয়রানির মাধ্যমে দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। তাদের দুঃশাসনে অস্থিতিশীল হয়ে পড়েছিল দেশের সকল ক্ষেত্র। কাগজের উচ্চমূল্য, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহ, প্রকাশনা উপকরণের মূল্য বৃদ্ধি, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি, গণমাধ্যম নিয়ন্ত্রণে অসংখ্য কালো আইনসহ নানা কারণে বেসরকারী গণমাধ্যম এক চরম ক্রান্তিকাল অতিক্রম করেছে। একটি পত্রিকার আয়ের অন্যতম উৎস হলো বিজ্ঞাপন। সরকারি ও বেসরকারি বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ দিয়েই সংবাদপত্রের ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। সেক্ষেত্রে দৈনিক উত্তর কোণকে হতভাগাই বলা যায়। কারণ পত্রিকাটি তার ২২ বছর বয়সের মধ্যে গত ১৮ বছর যাবত অজ্ঞাত কারণে দু-একটি সরকারি বিজ্ঞাপন ছাড়া ডিএফপি বিজ্ঞাপন থেকে বঞ্চিত ছিল। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধারগণ রোষানলে পড়ার ভয়ে তাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও এই পত্রিকার দিতে সাহস পান নি। ফলে চরম আর্থিক সংকটের মধ্য দিয়েই দৈনিক উত্তর কোণকে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হচ্ছে।
আশার কথা হলো বাংলাদেশের মানুষ স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের গড়ে তোলা বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করার জন্য হাসিনা সরকার গণহত্যা চালায়। শিক্ষার্থী, শিশু, কিশোরসহ অসংখ্য মানুষ হত্যার শিকার হয়। এতে আন্দোলন থেমে যাওয়ার বদলে আরো বেগবান হয়। ফলে দম্ভ নিয়ে একটানা দেড় যুগ ধরে ক্ষমতায় থাকা আ’ লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকার দেশকে আবারো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে নিজেদেরকে ইতিহাসের অংশ হিসেবে প্রতিষ্ঠা করবেন এটাই জনগণের প্রত্যাশা।
উত্তরকোণ এর সাথে সংশ্লিষ্ট সংবাদকর্মী, বিভিন্ন জেলা, উপজেলায় কর্মরত পত্রিকাটির সাংবাদিকগণ সুখে-দুখে নিরলসভাবে কাজ করে চলেছেন। এজন্য তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। একই সাথে পত্রিকার বিজ্ঞাপনদাতা, পাঠক, শুভাকাঙ্খীসহ সকলের প্রতি উত্তর কোণ এর ২৩তম প্রতিষ্ঠাবর্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে গত জুলাই মাস থেকে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আ’লীগ সরকারের পতনে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ প্রাণ উৎসর্গকারী সকল শহীদের প্রতি আমাদের বিন¤্র শ্রদ্ধা। পত্রিকাটির অন্যতম রূপকার ও শুভাকাঙ্খী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আবারো আমাদের বিশেষ কৃতজ্ঞতা। কারণ তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় পত্রিকাটি আলোর মুখ দেখতে সক্ষম হয়েছে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আগামীতে যত বাধা বিপত্তি বা আরো সংকটময় পরিস্থিতি আসলেও দৈনিক উত্তর কোণ কখনো মাথা নত না করে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে এগিয়ে যাবে সামনের পানে। লিখে যাবে স্বাধীন, সার্বভৌম সুন্দর বাংলাদেশের সমস্যা আর সম্ভাবনার কথা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies