কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের পোড়ারচর শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের গাফিলতি কারণে শিক্ষা ব্যবস্থা নড়বড়ে।সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা যায় গতকাল বৃহস্পতিবার অএ বিদ্যালয়ের শিক্ষকগণ ৯টার স্কুল আগমন করে ১০ টা ৩০ মিনিট এবং প্রস্থান করে দুপুর ১ টায়। এলাকাবাসীর একাধিক বিশ্বস্তসুএে জানা যায় দীর্ঘ দিন থেকে অএ বিদ্যালয়ের শিক্ষকগণ দায়সারা ভাবে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিক সরেজমিনে উপস্থিত হলে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা:ফাহমিদা তড়িঘড়ি করে বিদ্যালয়ের তালা খুলে অফিস কক্ষে অবস্থান করে।অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকর আলী লুঙ্গি পরিহিত অবস্থায় তড়িঘড়ি করে আসে। এছাড়া সহকারী শিক্ষক নজরুল ইসলাম দ্রুত মোটর সাইকেল যোগে বিদ্যালয়ে অফিস কক্ষে অবস্থান নেয়। সাংবাদিক স্কুলে বেলা ১ টায় তালাবদ্ধের কথা জিজ্ঞাসা করলে কৌশলে এড়িয়ে যায়।
নিউজ না করার জন্য সাংবাদিককে টাকার প্রস্থাব দেয়। এলাকার সচেতন মহলে বিদ্যালয়ের যথাযথ ক্লাস চালু করে মনোযোগ সহকারে পাঠদান ব্যবস্থা চালুর জোর দাবি জানান। একই অবস্থা জেলার বিভিন্ন চরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের।