গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ছাত্রদের গণবিক্ষোভে উত্তাল হয়ে উঠে বগুড়া শহর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী ও অভিভাবকরাও এই বিক্ষোভে অংশ নেন।ফলে সাধারণ ছাত্রদের সাথে হাজার হাজার সাধারণ মানুষের প্রতিবাদে মুখর হয়ে উঠে বগুড়ার রাজপথ। আজ শনিবার বেলা ৩টার দিকে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সাতমাথায় সমবেত হতে থাকে। এসময় ‘এক দুই তিন চার, স্বৈরাচার তুই গদি ছাড়’, ‘শিবির ট্যাগের ছলচাতুরী, বুইজা গেছে জনগণ’, ‘দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ’, ‘নয় ছয় বুঝিনা, কবে যাবি হাসিনা’, ‘আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই’ এমন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।তারা, “দাবি এক, দফা এক- শেখ হাসিনার পদত্যাগ” স্লোগানে স্লোগানে মুখরিত করে গোটা এলাকা। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে মিছিলকারীদের স্বাগত জানায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ৩টার দিকে বগুড়া শহরের সাতমাথায় সমাবেশ ও এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বগুড়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী যোগ দেন।
মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেয় দশ সহস্রাধিক শিক্ষার্থীদের মিছিলটি। বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিকেল ৪টার দিকে সাতমাথা চত্বর থেকে বিক্ষোভকারীদের একাংশ মিছিল নিয়ে নবাববাড়ি অভিমুখে রওনা দেয়। এ সময় জিলা স্কুলের ফটকের সামনে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ শুরু করে। এ সময় সেখানকার পুলিশ সদস্যরা জিলা স্কুলের ভেতরে ঢুকে পড়েন। সেখান থেকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীদের ধাওয়ায় পুলিশ দেয়াল টপকিয়ে আলতাফুন্নেচ্ছা খেলার মাঠ হয়ে নিরাপদে আশ্রয় নেন।
মিছিলটি জিলা স্কুল অতিক্রম করে পুলিশ প্লাজার সামনে গিয়ে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ প্লাজা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ এ সময় কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে শিক্ষার্থীরা সাতমাথায় ফিরে যায়। পরে শহরের জলেশ্বরীতলা, সাতমাথা ও টেম্পল রোডসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিকে বিকেল সাড়ে ৫ টার পর বিক্ষোভকারীরা বিচ্ছিন্নভাবে সাতমাথা এলাকা ছাড়তে শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে সাতমাথা এবং থানা মোড়ে অবস্থান। এ সময় বিক্ষোভকারীরা খণ্ড খণ্ড দলে ভাগ হয়ে শহরের বড়গোলা, দত্তবাড়ি, জলেশ্বরীতলা, জেল খানার মোড়, ইয়াকুবিয়া মোড়, মফিজ পাগলার মোড়, পিটিআই মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে হাতে লাঠি নিয়ে অবস্থান নিয়ে থাকে। সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিক্ষোভকারীদের অবস্থান দেখা যায়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিকেল ৫ টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জিলা স্কুলে আটকা পড়েছি। তাই এই মুহূর্তে বাইরে কী হচ্ছে আমরা বলতে পারছি না।’ বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, শিক্ষার্থীরা হঠাৎ করে বিনা উস্কানিতে পুলিশ প্লাজার সামনে সাঁজোয়া যানে ইট-পাটকেল ছোড়ে এবং হামলা চালায়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।