আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের পর উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন করা হয়। এরপর ১৫ আগষ্ঠে বঙ্গবন্ধু সহ সকল শহিদ,বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে পরলোকগমনকারী পুনার্থী ও পুজা উদযাপন পরিষদের স্বার্গীয় সকল নের্তৃবর্গের আতœার শান্তি কামনা করে এক মিটির নিরবতা পালন করা হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আ’লীগের যুগ্মসম্পাদক সাগর কুমার রায় সম্মেলনের উদ্ধোধনী বক্তব্য রাখেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু রায়,আমন্ত্রিত অতিথি হিসেসে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সদস্য দিলীপ কুমার দেব, থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমৃত লাল সাহা, জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চঞ্চল মোহন রায়, যুগ্মসম্পাদক দীলিপ কুমার দাস সমর, সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দাস, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা পুজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ চাকী, জেলা পুজা উদযাপন পরিষদের নেতা এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা প্রমুখ। সম্মেলনের দ্বীতিয় পর্বে পুজা উদযাপন পরিষদের ছয়টি ইউনিয়ন কমিটি, একটি পৌর কমিটি সহ উপজেলা পর্যায়ের সকল কাউন্সিলর ও ডেলিগেট এর সর্বসম্মতিক্রমে পুনরায় অসিত দেবনাথ বাপ্পাকে সভাপতি, মিহির কুমার সরকারকে সাধারন সম্পাদক নির্বাচিত করেন।