1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
পাড়ায় পাড়ায় ফুটবল খেলার আয়োজন খুবই জরুরি- সাংবাদিক করিম - Uttarkon
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ নন্দীগ্রামে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করলেন এমপি তানসেন রাজশাহী মহানগরীতে চেকপোস্টে দুই পুলিশ পিটিয়ে আহত! দুইভাই আটক রাজশাহীতে ৩০ ছাত্রকে বলাৎকার করে ভিডিও ধারণ করেন শিক্ষক ওয়াকেল নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী হুর মেলা নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী হুর মেলা নওগাঁয় লক্ষী-নারায়ন মূর্তি উদ্ধার দুর্নীতি আর অব্যবস্থাপনার একটা উদাহরণ হয়ে আছে সবকয়টি নির্বাচন- জিএম কাদের র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা : যুক্তরাষ্ট্র

পাড়ায় পাড়ায় ফুটবল খেলার আয়োজন খুবই জরুরি- সাংবাদিক করিম

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৯ বার প্রদশিত হয়েছে

বগুড়া জেলা যুবলীগের সহ-সভাপতি ও মাই টিভি বগুড়া ব্্ুযরো চীফ, বগুড়া প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক এবং বগুড়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক আলহাজ্ব লতিফুল করিম বলেছেন, হৃত গৌরব ফিরে পেতে পাড়ায় পাড়ায় ফুটবল খেলার আয়োজন খুবই জরুরি। এ খেলা থেকে যুবসমাজের অবক্ষয় রোধ হবে, যুবসমাজ সুন্দর জীবন ও গতি ফিরে পাবে। খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। ১০ মে শুক্রবার বিকালে ইছাইদহ আজিজ মিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ইছাইদহ নবীন সংঘ ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। নজর দিতে হবে।
আজিজ মিয়া ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক মোঃ মন্তেজার রহমানের সভাপতিত্বে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম রব্বানী খান নাদিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবায়দুল্লাহ সরকার স্বপন। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল কুদ্দুস দুলু, মোঃ মাহাতাব হোসেন সোহাগ, মোঃ ফজলুর রহমান, মোঃ আব্দুল মালেক, স্বপন খন্দকার, মিস্টার প্রাং, মোঃ জিয়াউল ইসলাম, মানিক প্রাং, মোঃ সুরুজ ইসলাম, মোঃ মিজানুর রহমান মিন্টু, মোঃ বেলাল সরকার, মোঃ হেলাল সরকার, শান্ত ইসলাম। আরো উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম সহিদ সহ-সভাপতি আতোয়ার হোসেন গেদা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সোনা, সাংগঠনিক সম্পাদক রউফ । আয়োজনে সৌয়দ রিমান, আব্দুল হাকিম, ছামিউল ইসলাম, সিহাব হোসেন, সাদ্দাদ হোসেন সিয়াম। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহন করেন লুৎফর স্মৃতি সংঘ বনাম সেভেন স্টার ক্লাব ইছাইদহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies