1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়ার সংবাদ সম্মেলন - Uttarkon
সোমবার, ২০ মে ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি বগুড়ায় তীব্র লোড শেডিং, ২২ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ নন্দীগ্রামে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করলেন এমপি তানসেন রাজশাহী মহানগরীতে চেকপোস্টে দুই পুলিশ পিটিয়ে আহত! দুইভাই আটক রাজশাহীতে ৩০ ছাত্রকে বলাৎকার করে ভিডিও ধারণ করেন শিক্ষক ওয়াকেল নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী হুর মেলা নওগাঁর মহাদেবপুরে ঐতিহ্যবাহী হুর মেলা নওগাঁয় লক্ষী-নারায়ন মূর্তি উদ্ধার দুর্নীতি আর অব্যবস্থাপনার একটা উদাহরণ হয়ে আছে সবকয়টি নির্বাচন- জিএম কাদের র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা : যুক্তরাষ্ট্র

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়ার সংবাদ সম্মেলন

  • সম্পাদনার সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৭ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোর্টার:নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশ স্মৃতি পদক পাচ্ছেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী ও পরিচালক আমানুল হক। আগামী ২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবসে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বগুড়ার আয়োজনে এ পদক প্রদান করা হবে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ এ ব্যাপারে জানান।মাহাবুব হাসান সোহাগ বলেন, ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জর্জ নভেরার জন্মদিন উপলক্ষে ইউনেস্কো ১৯৮০ সালে ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস ঘোষণা করেন৷ সেই থেকে নানা আয়োজনে এই দিবস উদযাপিত হয়ে আসছে। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে এ বছর বিশ্ব নৃত্য দিবসে বগুড়া শহরের শিল্পকলা একাডেমীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথ আয়োজন করেছে। এদিন বিকালে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও নৃত্য অনুষ্ঠান ও নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ স্মৃতি পদক প্রদান করা হবে।সোহাগ আরও বলেন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বীট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহাবুদ্দীন সৈকত, বগুড়া প্রেসক্লাবের সহ- সভাপতি আব্দুস সালাম বাবু৷ সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন এবং দিশারী ফুডের ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর। অনুষ্ঠানে বগুড়া ১৬ থেকে ১৮টি সংগঠন অংশগ্রহণ করবে।সাংবাদিক সম্মেলনে জেলা নৃত্য শিল্পী সংস্থার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারী, সহ- সভাপতি ফিরোজ কবির, সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন খোকন, কোষাধ্যক্ষ মাসুকুর রহমান সুরুজ, প্রচার সম্পাদক সাফায়েত সজল, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ দোয়েলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies