বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সোমবার বগুড়ার শাহজাহানপুরে কারাবন্দী ও বিএনপি চলমান আন্দোলনে নির্যাতিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদঅর্থ প্রদান করলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। কারাবন্দী ও নির্যাতিত পরিবারগুলো হলেন শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাঝিড়া সাজাপুর গ্রামে হাসান আলী আকন্দ, বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মাহমুদুল হাসান পাপ্পু ও মাঝিড়া দাড়িকামারী গ্রামের নির্যাতিত বিএনপির নেতা শুকুর আলী। এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল,
গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বাপ্পি, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, কারাবন্দি পরিবারের সদস্য মাহমুদা বেগম সহ বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ।