শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে, শহিদ জিয়া স্মৃতি বিজড়িত বগুড়ার গাবতলী থানা বাগবাড়ী গ্রামে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনে গেলে ইউএস বাংলা চ্যারিটি ফর বাংলাদেশ এর সভাপতি পরাণ চৌধুরী-কে ফুলেল শুভেচ্ছা দেন হাসপাতালের প্রধান উপদেষ্টা, সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের সভাপতি, বিএনপি মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্য ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন, অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক ব্যাংকার মাহবুবুর রহমান, বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: রোকনুজ্জামান তালুকদার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, অত্র প্রতিষ্ঠানের কোষাধ্য মজনু সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ও ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের সার্বিক কার্যক্রম কিভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।