1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত: আইএসপিআর জয়পুরহাটে আবারো কাটা তারের বেড়া দেওয়ার চেষ্টা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই-লক্ষ্মীপুরে জামায়াত আমির ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি: তারেক রহমান বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামজ আদায় করলেন তারেক রহমান যে যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর আহবান তারেক রহমানের বিএনপি সরকার গঠন করলে শুধু বগুড়া নয় সারাদেশে উন্নয়ন করা হবে- তারেক রহমান আমরা ক্ষমতায় গেলে রাজশাহী অঞ্চলের উন্নয়নকাজ, পদ্মা ব্যারাজ নির্মাণ করব- তারেক রহমান প্রয়োজনে জীবন দেব, তবু জনগণের অধিকার কেড়ে নিতে দেব না-জামায়াত আমির

অসুস্থ মা’য়ের সমস্যার জানতে চাওয়ায় রুগীর ছেলেকে বেধড়ক পেটালেন রামেক চিকিৎসকরা

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার প্রদশিত হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মোঃ সুমন পারভেজ রিপন (৩৮) নামের এক রোগীর ছেলেকে অফিসে ঢুকিয়ে পিটিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রামেক হাসপাতালের ৩৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত মোঃ সুমন পারভেজ রিপন (৩৮), সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন পঞ্চবটি এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে। তার মা পিয়ারি বেগম (৬০) রামেক হাসপাতালের ৪৯ নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত ভূক্তভোগী রিপন জানায়, আমার মা’কে চলতি মাসের ২ তারিখে রামেক হাসপাতালের ৪৯ নং ওয়ার্ডে ভর্তি করানোর পর থেকে আমি অনিয়ম দেখছি। দায়িত্বরত চিকিৎসকরা বিভিন্ন ধরনের অনিয়ম ও অবহেলা করে আসছে।
বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা রাউন্ডে আসলে আমি চিকিৎসকের কাছে জানতে চাই, আমার মা-এর আসলে সমস্যটা কি ? একটু জানাবেন ? তখন চিকিৎসক কোন উত্তর না দিয়ে তার সাথে থাকা ইন্টারনি চিকিৎসককে বোঝাতে থাকে। দ্বিতীয় বার জানতে চাইলেও তিনি কোন উত্তর না দিয়ে সাথে ইন্টারনি ডাক্তাদের সাথে কথা বলতে থাকেন।
তখন আমি চিকিৎসককে বলি, স্যার আপনি যখন কাসই নিচ্ছেন তখন আমাদের সকল রিপোর্ট নিয়ে গিয়ে আপনার রুমে ইন্টারনিদের বোঝান তারপর আমাকে জানিয়েন আমার মা-এর কি সমস্যা হয়েছে।
তখন চিকিৎসক ক্ষিপ্ত হয়ে বলে, আপনি নিজেকে কি মনে করেন। আমরা কি বড় ডাক্তার না। আমার যখন খুশি যেখানে খুশি সেখানে কাস নিবো। আমাদের কথার ওপর নির্ভর করে, আমাদের ওপর নির্ভর করে হাসপাতাল, আমাদের যেখানে খুশি সেখানে কাস নিতে পারবো। আমাদের কথা আপনাকে শুনতেই হবে বলে রিপোর্টটা ফেলে নিজ রুমে চলে যান চিকিৎসক। তারপর আমি আমার ‘মা’কে নেবুলাইজার দিই। এর ২ মিনিট পর দুইজন ইন্টারনি চিকিৎসক আমাকে ডেকে বলে, আপনার রিপোর্টগুলো নিয়ে রুমে আসেন স্যার আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিবে। ওই সময় আমি ডাক্তারের রুমে প্রবেশের পর দরজা বন্ধ করে দেয়। রুমের ভেতরে ১জন আনসার, ১জন নার্স ও ৫-৬জন ডাক্তার মিলে আমাকে এলোপাথারিভাবে মারধর করে।
তিনি আরও জানান, তারা হাতের কাছে যা পেয়েছে তা দিয়ে আমাকে মারধর করেছে। এরপর মারধর শেষে আমাকে হুমকি দিয়ে বলে, রুমের মধ্যে যা যা হলো একদম চুপ থাকবি, বাইরে গিয়ে কিছু বলবি না। না হলে তোর মাকে এমন ইনজেকশন পুশ করবো কিছুদিনের মধ্যেই মারা যাবে বলে হুমকি প্রদাণ করেন। কেউ টের পাবে না তুই আমাদের কিছু করতেও পারবি না। তখন আমি খুড়িয়ে খুড়িয়ে হেটে বাইরে গেলে আমাকে পেছন থেকে লাথি দিয়ে বলে এভাবে না সোজাভাবে হেঁটে হেঁটে বাইরে যাবি।
তিনি আরও জানান. এই বিষয়ে আমি রামেক হাসপাতালের পরিচালক স্যারকে অভিযোগ করলে তিনি বলেন, আপনি এখন কোন ব্যবস্থা নিয়েন না। নিজের চিকিৎসা নেওয়ার পর আপনি একটি লিখিত অভিযোগ দিন। আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ শামীম আহম্মেদ জানান, ডাক্তার নার্সদের কমপ্লিং হলো, রোগী ভর্তির পর থেকে রোগীর ছেলে রিপন তাদের সাথে বিভিন্ন সময় খারাপ ব্যবহার করে থাকে। বুধবার সে তর্কে জড়িয়ে পড়ে। এতে ক্ষুদ্ধ হয়ে ডাক্তারা তাকে মারধর করেছে। তবে ডাক্তারা রোগীর ছেলের গায়ে হাত দিয়ে ঠিক করেন নি। ভুক্তভোগী রিপন অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies