মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা লেডিস কাবের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে উপজেলা পরিষদ হলরুমে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ ও সহকারী কমিশনার ভূমি রিফাত আরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, সমাজসেবা কর্মকর্তা রোকন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন কুমার, মহাদেবপুর প্রেস কাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। পিঠা উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা প্রকার পিঠা প্রদর্শন করা হয়। পরে বেতার টিভি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।