মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর পত্নীতলায় মানসিক ভারসাম্যহীন এক তরুণী নিখোঁজ হয়েছে। নিখোঁজের ১২ দিন পরেও ওই তরুণীর খোঁজ মেলেনি। গত ৬ জানুয়ারি পত্নীতলা উপজেলার নজিপুর বাজার থেকে মানসিক ভারসাম্যহীন তরুণী সপ্তমী রানী (১৮) নিখোঁজ হয়। জানা গেছে, নিখোঁজ তরনী সপ্তমী রানী মাটিন্দর ইউনিয়নের ভগিরতপুর গ্রামের নরেশ ও সন্ধ্যা রানীর মেয়ে। সপ্তমী রানীর বাবার বাড়ি ভগিরতপুর হলেও কিছুদিন পূর্ব থেকে তারা নজিপুর মাতাজী রোডে ভাড়া বাসায় বসবাস করছিল। ঘটনার দিন সন্ধ্যা ৬ টার দিকে সপ্তমী রানী ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। ওই তরুণীর আত্মীয় মাটিন্দর ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রতিমা রানী জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। এ ব্যাপারে সপ্তমী রানীর মা সন্ধ্যা রানী গত ১৪ জানুয়ারি পত্নীতলা থানায় একটি জিডি করেছেন। মেয়েটির কোন সন্ধান পেলে ০১৭৪২৫৩৪৩০৯ নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।