বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এএসএম মাহফুজুর রহমানের উদ্যোগে ও দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সহযোগিতায় বিরামপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারী) শহরের রোজ গার্টেন স্কুলে চেয়ারম্যানের পক্ষ্যে কম্বল বিতরণ করেন, জনতা ব্যাংক বিরামপুর শাখা ম্যানেজার দানিজ উদ্দিন মণ্ডল, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, উন্নয়ন ফোরামের সমন্বয়কারী মাহমুদুল হক মানিক, ব্যাংকার আবু হেনা, সাংবাদিক নজরুল ইসলাম ও রিপন চৌধুরী মানিক, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মোস্তাক আহমেদ ও বেলাল হোসেন।