মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সন্তানদের শিা প্রতিষ্ঠানে পাঠানো নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে যুক্ত হয়েছে দু’টি স্কুল বাস। বাস দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটেন। সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মাঠে স্কুল বাসের আনুষ্ঠানিক যাত্রা উপল্েয বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে রাসিক মেয়র, এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল বাসের উদ্বোধন করেন। এর আগে অতিথিবৃন্দ রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যোগদানের পর হতে শিার গুণগত মান উন্নয়নে নানাবিধ পদপে নিয়েছেন। একজন উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে উন্নতমানের শিা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করছেন। শিকদেরও ইউনিফর্মের ব্যবস্থা করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্য ড. মোঃ গোলাম মাওলা, অভিভাবক ও শিার্থীবৃন্দ।