বদলগাছী ( নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, মিঠাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ হোসেন, বদলগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয় এবং আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।