কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন নাজিমখা নামক বাজার এলাকায় মায়ের সাথে আত্নীয় বাড়িতে বেড়াতে এসে শুক্রবার বিকালে হারিয়ে যায় আফফান আরিফ নামে ৫ বছরের এক শিশু। সন্ধ্যায় এই শিশুটিকে একা ঘুরতে দেখে এক অটোচালক রাজারহাট থানায় শিশুটিকে হস্তান্তর করে।
পরবর্তীতে শিশুটির দেয়া তথ্য মতে তাৎক্ষনিক ভাবে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম শিশুটির অভিভাবকের অনুসন্ধানের এক পর্যায়ে জানতে পারে শিশুটির বাবা মোঃ গোলাম উল্লাহ কুড়িগ্রাম জেলা সদরের নাজিরা মিয়াপাড়া নামক এলাকায় বসবাস করেন। শিশু বাচ্চাটি সহ তার বাবা মা রাজারহাট থানাধীন মল্লিক বেগ কুটিপাড়া, নাজিমখাঁন বাজার এলাকায় আত্নীয় এবাদুল হক এর বাসায় বেড়াতেগিয়ে বিকাল ৪ টার দিকে পথ ভুলে হারিয়ে যায়। সবার অজান্তে শিশুটি বাড়ি থেকে বের হয়ে নাজিমখা বাজারে এসে হারিয়ে যায়।
রোববার সকালে উদ্ধারকৃত শিশুকে রাজারহাট থানার নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে তার অবিভাবকের জিম্মায় প্রদান করা হয়। এসময় অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরো সচেতন ও যত্নশীল হওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, আমরা বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলা হতে নিখোঁজ হওয়া ভিকটিমদের সফলতার সাথে উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে আসছি। সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যহত থাকবে।