চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী বিভাগের মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পাবদা, শিং, মাগুর মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর ) সকালে চারঘাট উপজেলা কৃষি দপ্তরের সম্মেলন কক্ষে উক্ত প্রশিক্ষণের ১ম (উদ্বোধনী ) দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক সরদার মহিউদ্দিন।
উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন এবং চাষীদের প্রশিক্ষণ সংক্রান্ত সার্বিক ধারণা প্রদান করেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:ওলিউল্লাহ মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন,মো:ফিরোজ মন্ডল (এফ এ),সুকোমলসহ আরো অনেকে । উক্ত প্রশিক্ষণের সমাপনী হয় বৃহস্পতিবার। এ প্রশিক্ষণে উপজেলার ২৫ জন মৎস্যচাষী প্রশিক্ষণ অংশ গ্রহণ করে