আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের টাঙানো বিভিন্ন ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের পাশে গাছ, সরকারি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের দেয়াল এবং বিদ্যুতিক পোলে লাগানো এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলে এসব নির্বাচনী প্রচারণা, শুভেচ্ছা এবং অন্যান্য রাজনৈতিক ব্যানার-ফেস্টুন অপসারণ করতে বলা হয়েছে। এজন্য মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা এসব রাজনৈতিক ব্যানার গুলো অপসারণ করেছি। জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর রাজনৈতিক দল গুলো নির্বাচনী প্রচারণার ব্যানার-ফেস্টুন লাগাতে পারবে বলে জানান তিনি।