গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর নাড়–য়ামালা ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল আহম্মেদ (৪০) কে রবিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে এএসআই মিথুন, এএসআই ইউসুফ’সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাড়–য়ামালা বাজার থেকে বেলাল’কে গ্রেফতার করা হয়। গত ১৬ই নভেম্বর ২৩ মহিষাবানের পাঁচমাইলে বিস্ফোরক, ভাংচুর ও নাশকতার ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। মামলা নং ১৩ (গাবঃ)। গ্রেফতারকৃত বেলাল আহম্মেদ প্রথমারছেও গ্রামের মৃতঃ রহিম উদ্দিনের ছেলে। সে নাড়–য়ামালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এবং তদন্তকারী কর্মকর্তা এসআই সুজল চন্দ্র দেব নাথ উপরোক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে, নাড়–য়ামালা ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল আহম্মেদ কে গ্রেফতার করায় অতিদ্রত তার নিঃশত মুক্তির দাবী জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।