আজ তেসরা ডিসেম্বর, “বিশ্ব প্রতিবন্ধী দিবস”
বাঁধা কি প্রতিবন্ধীতা? :আমি জন্মগত মৃদু ডান দিক (শারীরিক) ও মৃদু বাক প্রতিবন্ধী সৌখিন মানুষ। মাশরুম চাষের পাশাপাশি আমার শখ এর মধ্যে ডাক টিকেট (প্রায় ২৫০), মুদ্রা (প্রায় ৫০ টি), অটোগ্রাফ ও ভিজিটিং কার্ড ও বিভিন্ন মূল্যবান তথ্যাবলীর নথি সংগ্রহ; এবং পত্র পত্রিকায় কবিতা, নাটক ও চিঠি লেখা। ভবিষ্যতে ইচ্ছা আছে – নতুন পুরাতন গান, নাটক, সিনেমা, কবিতা, উপন্যাস, চিত্র, বিভিন্ন ব্র্যান্ডের জিনিস (যেমন ক্যালেন্ডার, টি শাট, পোস্টার), পত্র পত্রিকা, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের তথ্য ও বিনোদন অনুষ্ঠানের সিডি, ভিডিও ইত্যাদি সংগ্রহ করা। –
এগুলো সংগ্রহ করে একটি যাদুঘর করবো।
নাম হবে “পরিচয় হ্যালো” (সংগ্রহশালা, যাদুঘর, পাঠগার ও গবেষণা) – বিভিন্ন মানুষের তৈরী প্রযুক্তি ও বিভিন্ন জিনিস পত্র সংগ্রহ নিয়ে গবেষণা ও সেবামূলক সংগঠন।
স্লোগানঃ “সৃষ্টিশীল তারুণ্যের প্রতীক”
এছাড়া, প্রতিবন্ধীদের উৎসর্গ করে আরেকটি অংশ থাকছে যা হল, “প্রতিবন্ধী মঞ্চ” – (সংগ্রহশালা, যাদুঘর, পাঠগার ও গবেষণা)প্রতিবন্ধীদের ব্যবহার রত সরঞ্জাম ও প্রতিবন্ধী বিষয়ক পত্রিকা (পৃথিবীর সম্ভবত প্রথম)
স্লোগানঃ “প্রতিবন্ধী ব্যক্তির জন্য কর্ম মুখী সমাজের সৃষ্টি ও বাস্তবায়ন”
এছাড়া আমার সারা দেশে ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে, এ ভ্রমণের নাম হবে “বাংলাদেশ চিনবো”
লক্ষ্যঃ প্রতিবন্ধী ব্যক্তিদের সচেতনতা মূলক ভ্রমণ কর্মসূচী
স্লোগানঃ “ঘুরবো বাংলা, দেখবো দেশটা”
পরিচয় হ্যালো এর সাফল্য
১.”পল্লী মাশরুম” – কাজঃ মাশরুমের খামার
প্রতিষ্ঠিত হয় ১০ শে পৌষ ১৪১২ বঙ্গাব্দ / ২৫ শে ডিসেম্বর ২০০৬
স্লোগানঃ “থাকবে না কোন ঝুট ঝামেলা মাশরুমে মাশরুমে ভরে বাংলা”
২.”আরজ আলী মাতব্বর কৃষি ঘর” – সংগ্রহশালা, যাদুঘর, পাঠগার ও গবেষণা
প্রতিষ্ঠিত হয় ১ লা ১৪২৫ বঙ্গাব্দ /১৫ ই মার্চ ২০২০
আরজ আলী মাতুব্বর বাংলাদেশী দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক ছিলেন।
২ রা পৌষ ১৩০৬ বঙ্গাব্দ /১৭ ডিসেম্বর, ১৯০০ – ১ লা ১৩৯০ বঙ্গাব্দ /১৫ শে মার্চ ১৯৮৫
বাংলাদেশের প্রথম মরণোত্তর দেহ কারী ব্যক্তিত্ব (১৩৭০-৭১ বঙ্গাব্দ / ১৯৬৫ পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান)
স্লোগানঃ “কৃষক স্বাক্ষাত বিজ্ঞানী, বীজ কৃষকের প্রধান হাতিয়ার, ক্ষেত গবেষণা কেন্দ্রবিন্দু”
পরিচয় আদি খাদ্য ভান্ডার
বিষ, কীটনাশক ও রাসায়নিক সার মুক্ত ও নিরাপদ আদর্শ খাদ্য
প্রতিষ্ঠা ও উদ্বোধনঃ ২৬ শে আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ /১১ শে অক্টোবর ২০২১
স্লোগানঃ “খাঁটি শস্য সমাবেশ প্রয়োজন আপনার পাশে সবসময় প্রকৃতির রঙ্গে থাকবো বঙ্গে”
আমরা বাংলাদেশের সর্বত্র বিষ, কীটনাশক ও রাসায়নিক সার মুক্ত ও নিরাপদ আদর্শ খাদ্য সবার কাছে পৌঁছে দিতে চাই। ঐতিহ্যে, সংস্কৃতি,পরিবেশ ও প্রকৃতি রক্ষা আমাদের দৃষ্টি।
“দেশী পন্য বব্যহার করুন দেশের উন্নয়ন সাথে নিজেকে অংশীদার করুন”
আমার পরিচয়: নামঃ এ এম রিয়াদ হোসেন
জন্ম ১৮ শে জৈষ্ঠ্য ১৩৯৩ বঙ্গাব্দ / ১ লা জুন ১৯৮৭ (মাতামহ বাড়ি) গ্রাম হাসনাবাদ ইউনিয়ন গাছুয়া থানা মুলাদী জেলা বরিশাল
যোগাযোগঃ 01842-126399
ক্ষুদ্র ব্যবসায়ীঃ মাশরুম বিক্রেতা; বিষ, কীটনাশক, রাসায়নিক সার মুক্ত ও নিরাপদ আদর্শ খাদ্য উদ্যোক্তা ও সংগ্রহাকার
খামারঃ পল্লী মাশরুম
প্রতিষ্ঠিত হয় ১০ শে পৌষ ১৪১২ বঙ্গাব্দ / ২৫ শে ডিসেম্বর ২০০৬
আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তার মধ্যে অন্যতম হচ্ছে সাভার উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ (এস.ইউ.ডি.পি.ডি. সি), রাজাসন, সাভার,ঢাকা। সেখানে আমি ২০৯ নং সাধারণ সদস্য।