মাসুদ রানা রাব্বানী রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক-সহ মোঃ মারুফ হোসেন (২২) নামেরে একজন মাদক কারবারী ও জুয়া খেলা অবস্থায় ৫জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ফৌনে ৯টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে রবিবার রাত ১টায় মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ২০০ পিস ইয়াবা-সহ মোঃ মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মারুফ একই থানার থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ার মোঃ আঃ সালামের ছেলে।
এর আগে রাত পৌনে ৯টায় মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৫জন জুয়াড়ীকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আনোয়ার হোসেন বাবু (৫০), মোঃ জহুরুল ইসলাম (৪০), (আপন দুই ভাই) তারা মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে, মোঃ শহিদুল ইসলাম (৩৫), সে একই থানার সুচারণ পূর্বপাড়ার মৃত আব্দুল আজিজ মীরের ছেলে, মোঃ রাসেল (৪২), সে পবা থানার গোবিন্দপুরের মৃত লুৎফর রহমানের ছেলে, ও মোঃ সান্নান আলী (৩০), সে বেলপুকুর থানার উত্তর কাজির পাড়ার মৃত লালচানের ছেলে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ,নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে পৃথক দু’টিএকটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।