সরকার পতনের এক দফা ও তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতালের শেষ দিনে হরতালের সমর্থনে বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সোমবার সকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সাবেক এমপি লালু বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে। ‘জনগণ অধিকার আদায়ে রাজপথে নেমে দুর্বার আন্দোলন করছে। আপনারা অবিলম্বে তফশিল প্রত্যাহার করুন। নির্বাচন স্থগিত করে পদত্যাগ করুন। ফরমায়েশি তফশিলে বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হবে না। জনগণ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। তিনি বলেন, ভোট ডাকাতি করে অবৈধ পথে ক্ষমতায় বসা আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনের বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমেছে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ নিশ্চিত করা হবে। এই জালিম সরকারের কবল থেকে দেশের মানুষের মুক্তি এবং ভোটাধিকার ফিরিয়ে দিতেই বিএনপি রাজপথে আন্দোলন করছে। দেশের গণতন্ত্র ও মানুষের মুক্তি এবং ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত বিএনপি লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদ চাঁন, বগুড়া জেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ -উল -নবী সালাম, বগুড়া জেলা যুবদলের খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহরের বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান আলী, শহর যুবদলের আহ্বায়ক আহসান আবেগ মমি সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে জেলা সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে শহরের ফুলবাড়ী এলাকায় সকালে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, লাভলী রহমান, জেলা যুবদলের যুগ্ন আহবায় ক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর মেহেদী হাসান হিমু, ইকবাল হোসেন রাজু ও তৌহিদুল আলম বিটু, মাহিদুল ইসলাম পফুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ অংশ নেন।