মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে শাক সবিজর দাম কমেছে। বাজারে শীতের আগাম শাক সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এ দাম কমেছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। গতকাল বুধবার উপজেলা সদরের সবজি বাজারে দেখা যায় বিপুল পরিমাণ শাক সবজি আমদানি হয়েছে। দামও কমে এসেছে ক্রেতাদের নাগালের মধ্যে। এক সপ্তাহ আগের ৬০ টাকা কেজির বেগুন ২৫ থেকে ৩০ টাকায়, ৫০ টাকা কেজির পটল ৩০ থেকে ৩৫ টাকা, ৮০ টাকা কেজির ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, ১০০ টাকা কেজির সিম ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে উর্দ্ধমুখী আলুর দামও কমেছে। গতকাল বাজারে খোজ নিয়ে জানা গেছে প্রতি কেজি আলু ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার শীতকালীন সবজির আবাদ ভাল হয়েছে। এ কারণে পুরো শীত মৌসুমে শীতের শাক সবজির দাম স্বাভাবিক থাকবে বলে তিনি আশা করেন।