1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
কালাইয়ে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - Uttarkon
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় আজ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে ধুনটে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সর্বদা-খাদ্যমন্ত্রী অস্ট্রেলিয়ায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাচে জাহিন ফারহান আলী স্নাতক ডিগ্রি প্রাপ্ত হন স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরো দুর্বল হচ্ছে : কাদের

কালাইয়ে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • সম্পাদনার সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে ৪ হাজার ২৭০ জন ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা বারোটায় কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ প্রনোদনা দেয়া হয়।
কৃষি উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি সহায়তার আওতায় গম, ভুটা, সরিষা, ও শীতকালিন পেঁয়াজ, মসুর ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির ল্েয উপজেলার ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি।
এই মৌসুমের শুরুতেই কালাই পৌরসভারসহ উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৪ হাজার ২৭০ জন ুদ্র ও প্রান্তিক কৃষককে গম, ভুটা, সরিষার বীজ এবং শীতকালিন পেঁয়াজ, মসুর, মুগের বীজসহ সার দেওয়া হয়েছে। এ উপজেলার ৪ হাজার ২৭০ জন কৃষকের মধ্যে ৩ হাজার ২০০ জনকে ১ কেজি করে সরিষার বীজ, ১৯০ জনকে ২ কেজি করে ভুট্টার বীজ, ৫০ জনকে ১ কেজি করে পিঁয়জের বীজ, ৩০ জনকে ৫ কেজি করে মুগকলাই এবং ৪০ জনকে ৫ কেজি করে মসুরের বীজ এবং ৭৫০ জনকে ২০ কেজি করে গমের বীজ দেওয়া হয়। সেই সাথে প্রতিটি কৃষককে ১০ কেজি ড্যাপ এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
এসময় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার কৃষি সম্প্রসারণ কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলার কৃষি সম্প্রসারণ কৃষি সম্প্রসারণ অফিসার আবীদ আব্দুল্লাহ, উপজেরা কৃষকলীগের সভাপতি মনীশ চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরণ কর্মকর্তা ছালজারুল আলম প্রমুখ।
কালাই পৌরসভার থুপসারা মহল্লার কৃষক আব্দুল মোমেন আকন্দ জানান, বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় আমরা উপকৃত হয়েছি। কারণ বাজারে নকল বীজের ছড়াছড়ি। আবার সার ও বীজের দামও অনেক বেশি।
সেখানে উপজেলার বালাইট গ্রামের আরেক কৃষাণী কল্পনা আক্তার বলেন, এখন সার, বীজ, মজুরিসহ সব জিনিসের দাম বেশি। আবার সার, বীজ কিনে প্রতারিত হচ্ছেন অনেকে। বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় আমার খরচ কিছুটা কমবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies